মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরসারাদেশমোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)

সম্পর্কিত সংবাদ

গত শুক্রবার বিকেলে দেওপাড়া সমিলের সামনে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন গজনাইপুর ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সভাপতি হোসাইন আহমদ সুলতান। পরে সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১:৩০ ঘটিকায় তিনি মারা যান। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকলেও পুলিশ জানিয়েছে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। উপজেলায় শোকের ছায়া, আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন ২৪ ঘণ্টায় চারটি লাশ উদ্ধারে নবীগঞ্জ উপজেলা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কোথাও হত্যার সন্দেহ, কোথাও রহস্যজনক মৃত্যু, কোথাও দুর্ঘটনা সব মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। সুশীল সমাজ বলছে, ঘটনার ঘনঘটায় আইনশৃঙ্খলার অবনতি স্পষ্ট।

পুলিশের বক্তব্য

নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মিঞা বলেন, সব ঘটনাই আইনি প্রক্রিয়াধীন। তদন্ত ছাড়া কিছু বলা সম্ভব নয়। নুরুজ্জামান হত্যার রহস্য দ্রুতই উদঘাটন করা হবে; মামলার প্রক্রিয়া চলমান। চারটি ভিন্ন স্থানের মৃত্যুর ঘটনায় জনমনে প্রশ্ন, শান্ত নবীগঞ্জ আবার কবে ফিরে পাবে স্বস্তির পরিবেশ।

সম্প্রতি

আরও খবর