মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরসারাদেশনড়াইলের বুড়িখালি গ্রামে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩

নড়াইলের বুড়িখালি গ্রামে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩

প্রতিনিধি, নড়াইল

সম্পর্কিত সংবাদ

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামে দুইপক্ষের সংঘর্ষে ভ্যানচালক হান্নান খান (৬০) নিহত হয়েছেন। শনিবার, (২৯ নভেম্বর ২০২৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত শুক্রবার সকালে বুড়িখালি গ্রামে দুইপক্ষের সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। হান্নানের পায়ে ও মাথায় কোপানোর চিহ্ন রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নড়াইলের বুড়িখালি গ্রামে বিরোধপূর্ণ জমির মালিকানা নিয়ে ওই গ্রামের আয়ুব মোল্যা ও মিন্টু খানের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত চলে আসছিল। এর জের ধরে গত শুক্রবার সকালে দুইপক্ষেও লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে সংঘর্ষ সৃষ্টি হলে মিন্টু খান পক্ষের হান্নান খান, ফারুক ভূঁইয়া, রাজিব ভূঁইয়া ও তবিবর ভূঁইয়া আহত হন। আহতদের নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

সম্প্রতি

আরও খবর