বটিয়াঘাটা উপজেলার বটিয়াঘাটা ইউনিয়নের ভেন্নাবুনিয়া গ্রামে ধীরেন দাস নামক এক ব্যক্তি ২৮ নভেম্বর রাত ৮ টার দিকে ৭ বছরের এক শিশু কন্যাকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। শিশুটিকে ওয়াইসি থেকে ম্যাজিষ্ট্রেট আাদালতে জবানবন্দীর জন্য ডিকি হয়।
নিজেরা করি ও ভূমিহীন সমিতি ধর্ষণের প্রতিবাদে থানা মোড়ে রোববার, (৩০ নভেম্বর ২০২৫) এক মানব বন্ধন কর্মসূচী পালন করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের সাথে এ বিষয়ে মতবিনিময় করেন। এ সময়ে উপস্থিত ছিলেন বিভাগীয় সমন্বয়কারী কামাল হোসেন আঞ্চলিক সমন্বয়কারী শাহিদুল ইসলাম, প্রশিক্ষক নাসিমা খাতুন, আভা রাণী রাহা, বিধান বর্মন, মুক্তি দাস,অধ্যাপক, সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস, সাংবাদিক রতন সাহা, আলঙ্গীর হোসেন, রাসেল শেখ, ইমরান হোসেন প্রমুখ।
এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত অফিসার ইন-চার্জ আঃ রহিম জানান ধর্ষক অবশ্যই ধরা পড়বে।



