বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
হোমখবরসারাদেশদেশে পাঠানোর কথা বলে টাকা আত্মসাতের, থানায় এজাহার

দেশে পাঠানোর কথা বলে টাকা আত্মসাতের, থানায় এজাহার

প্রতিনিধি, হবিগঞ্জ

সম্পর্কিত সংবাদ

অস্ট্রোলিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে টাকা আত্মসাৎ এর অভিযোগে হবিগঞ্জ শহরের মোহনপুর এলাকার বাসিন্দা মমিন ভূঁইয়া (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে হবিগঞ্জ সদর মডেল থানায় এজাহার দায়ের করেছেন নারায়ণগঞ্জের ব্যবসায়ী হাসেম রেজা। শুক্রবার ২৮ নভেম্বর রাতে এ এজাহার দায়ের করা হয়।

এজাহারে উল্লেখ করা হয়, আসামি মমিন ভূঁইয়া দীর্ঘদিন ধরে বিদেশে লোক পাঠানোর ব্যবসা করেন বলে পরিচয় দেন। সাক্ষীদের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে তিনি এজাহারকারীকে জানান, তার কাছে অস্ট্রেলিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশের ৬২টি নিশ্চিত ভিসা রয়েছে এবং প্রতিটির মূল্য ১২ লাখ টাকা।

বিশ্বাস স্থাপন করানোর পর এজাহারকারী তার পরিচিত পাঁচজনের পাসপোর্ট, ছবি এবং মোট ৫ লাখ টাকা আসামির কাছে হস্তান্তর করেন। পরে তিন মাসের মধ্যে ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়।

এজাহারে আরও বলা হয়, পরবর্তী সময়ে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ধাপে ধাপে আরও ৮ লাখ ৬০ হাজার টাকা মমিন ভূঁইয়ার হিসেবে পাঠানো হয়।

সম্প্রতি

আরও খবর