মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরসারাদেশ৪ ডিসেম্বর থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের

৪ ডিসেম্বর থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালনের ঘোষণা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

দশম গ্রেডে বেতনের দাবিতে বিক্ষোভ করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। দাবি আদায়ে তারা দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। দাবি আদায় না হলে আগামী ৪ ডিসেম্বর থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালনের মাধ্যমে সব ‘হাসপাতাল শাটডাউন’ ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রোববার,(৩০ নভেম্বর ২০২৫) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত দুই ঘণ্টা এ কর্মবিরতি পালন করেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। তারা ‘মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের’ ব্যানারে এ কর্মসূচি পালন করেছেন।

পরিষদের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত তুষার আহমেদ নিলয় সাংবাদিকদের বলেন, তারা দীর্ঘ ৩১ বছর দশম গ্রেডে বেতনের দাবি জানালেও তা বাস্তবায়ন হয়নি। এজন্য গত ২৫ নভেম্বর সংবাদ সম্মেলন করে তারা ২৬-২৯ নভেম্বরের মধ্যে দাবি-দাওয়া মেনে নিতে সরকারকে সময় দিয়েছিলেন। কিন্তু দাবি বাস্তবায়ন না করায় তারা রোববার সব হাসপাতালে সকাল ৯টা থেকে ১১টা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন।

আগামীতে কর্মবিরতির সময় বাড়বে জানিয়ে নিলয় বলেন, সোমবার (আজ) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করা হবে। এর মধ্যেও যদি তাদের দাবি আদায় না হয় তাহলে আগামী ৪ ডিসেম্বর থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করে স্বাস্থ্য সেবা ও চিকিৎসা শিক্ষা সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান শাটডাউন ঘোষণা করা হবে।

সম্প্রতি

আরও খবর