শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
হোমখবরসারাদেশপদ্মার ১ কাতল ৪৩ হাজার ২০০ টাকায় বিক্রি

পদ্মার ১ কাতল ৪৩ হাজার ২০০ টাকায় বিক্রি

প্রতিনিধি, গোয়ালন্দ (রাজবাড়ী)

সম্পর্কিত সংবাদ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ধরা ১৮ কেজি ওজনের এক বিশাল কাতল মাছ ৪৩ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছটি ঢাকার এক ধর্ণাঢ্য ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।

স্থানীয় সূত্র জানায়, গত সোমবার দিবাগত রাতে ফরিদপুরের চরভদ্রসন এলাকার জেলে মমিন হালদার ও তাঁর সহযাত্রীরা পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন। ভোররাতে জালে ভারী টান অনুভব হলে জাল তুলে দেখতে পান বিশাল কাতলটি ধরা পড়েছে। পরে ওজন স্কেলে ওজন মেপে দেখেন মাছটি ১৮ কেজি।

গত সোমবার সকাল ১১টার দিকে মুঠোফোনে যোগাযোগের মাধ্যমে মাছটি প্রতি কেজি ২ হাজার ৩০০ টাকা দরে মোট ৪১ হাজার ৪০০ টাকায় মাছটি কিনে নেন ফেরিঘাটের ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ। পরে প্রতি কেজিতে ১০০ টাকা লাভ ধরে ৪৩ হাজার ২০০ টাকায় মাছটি ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন তিনি।

সম্রাট শাহজাহান শেখ বলেন, লাভের আশায় মাছটি কিনেছিলাম। পদ্মার বড় মাছের চাহিদা অনেক। তাই একটু বেশি দামে কিনলেও শেষ পর্যন্ত ভালো দাম পেয়েছি।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, ইলিশ ধরায় মৌসুমি নিষেধাজ্ঞা থাকায় এখন নদীর বড় মাছগুলো বেড়ে ওঠার সুযোগ পাচ্ছে। ফলে কাতল, রুই, বোয়াল, বাগাড়সহ বিভিন্ন জাতের বড় আকারের মাছ ধরা পড়ছে। স্থায়ীভাবে অভয়াশ্রম গড়ে তুলতে পারলে ভবিষ্যতে আরও বেশি বড় মাছ ধরা পড়বে।

সম্প্রতি

আরও খবর