নওগাঁর সাপাহার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল সোমবার বিকেলে সাপাহার উপজেলার আইহাই সীমান্তঘেঁষা একটি আম বাগান সংলগ্ন মাঠ থেকে এসব ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীন সুন্দরাইল বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। বিকেল আনুমানিক ৫টার দিকে আইহাই নামক গ্রামের মাঠের আম বাগানের পাশে অভিযান পরিচালনাকালে মালিকবিহীন অবস্থায় ৮০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। টহল দলের নেতৃত্বে ছিলেন সুন্দরাইল বিওপির টহল কমান্ডার হাবিলদার মো. বাবুল আক্তার। নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) জানায়, উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেট সাপাহার থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও অবৈধ পণ্য চোরাচালান রোধে টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় বাসিন্দারা জানান, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত তৎপরতা বাড়ায় চোরাকারবারিরা মালিকবিহীন অবস্থায় পণ্য ফেলে পালিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।



