নোয়াখালীর চাটখিল উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় বদলকোট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ৩ ছাত্রের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। বদলকোট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফখরুল ইসলাম ৩ ছাত্রের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।
স্থানীয় স্কুল সূত্রে জানা যায়, গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে বদলকোট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ৪ ছাত্র হাসিবুল ইসলাম তামিম (১৬), সাকিবুল হাসান জয় (১৭), মো. রায়হান (১৬) ও মো. নাদিম (১৬) একটি মোটর সাইকেল যোগে বদলকোট থেকে ত্রিঘরিয়া যাওয়ার পথে ত্রিঘরিয়া ব্রিজের গোড়ায় মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়। এতে ঘটনাস্থলেই হাসিবুল ইসলাম তামিম (১৬) নিহত হয়। গুরুতর আহত সাকিবুল হাসান জয় ও মো. রায়হানকে রাতেই ঢাকায় প্রেরণ করা হয়। বুধবার, (০৩ ডিসেম্বর ২০২৫) সকাল ৯ টায় ঢাকা পঙ্গু হাসপাতালে মারা যায় সাকিবুল হাসান জয় ও পৌনে নয়টায় মালিবাগ পপুলার হাসপাতালে মারা যায় মো. রায়হান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। হাসিবুল ইসলাম তামিম বদলকোট গ্রামের হারুনুর রশিদের ছেলে, সাকিবুল হাসান জয় পূর্ব বদলকোট গ্রামের মো. মানিকের ছেলে ও মো. রায়হান ত্রিঘরিয়া মাজি বাড়ির আব্দুর রহমানের ছেলে।
এ বিষয়ে চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ ঘটনা সম্পর্কে থানাকে কেউ অবহিত করেনি।



