গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের বাঘাইয়াকান্দী গ্রামের সিরাজ মিয়ার বসত বাড়িতে বুধবার, (০৩ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে দশটার দিকে অগ্নিকাণ্ডে ৪টি বসত ঘর ও আসবসবপত্র পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গজারিয়া ফায়ার সার্ভিস কার্যালয়ের ব্যবস্হাপক ফিরোজ ভুইয়া জানান, সিরাজ মিয়ার ঘরে থাকা রান্নার কাজে ব্যবহৃত এলপি গ্যাস সিলিন্ডারের গ্যাস পরিবাহী পাইপের ত্রুটি ও লিকেজ থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সরু গ্রামীণ রাস্তার কারণে দমকল বাহিনীর ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ৪টি পুড়ে যায়।



