শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
হোমখবরসারাদেশপলাশে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি।

পলাশে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অর্ধদিবস কর্মবিরতি।

প্রতিনিধি, পলাশ (নরসিংদী)

সম্পর্কিত সংবাদ

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল অর্ধদিবস কর্মবিরতি পালন করছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বুধবার,(০৩ ডিসেম্বর ২০২৫) সকাল ৮টা থেকে শুরু হয় তাদের এই কর্মসূচি। চলবে দুপুর ১২টা পর্যন্ত। এর আগে, ৩০ নভেম্বর ২ঘণ্টা কর্মবিরতি করেছিলেন তারা। কর্মবিরতি করে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা সমবেত হন পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগে। আন্দোলনে নেতারা জানান, সমযোগ্যতা সম্পন্ন সকল ডিপ্লোমাধারীরা বর্তমানে ১০ গ্রেডে বেতন ভাতাাদিসহ অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করলেও, শুধু মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদরা এখনও ১১তম গ্রেডে বহাল রয়েছে, মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের ফাইলটি জনপ্রশসনে মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন রয়েছে। নিয়মতান্ত্রিক উপায়ে আন্দোলন, সংগ্রাম, দাফতরিক চিঠি চালাচালি, জনপ্রশাসন বিধি শাখার সমস্ত চাহিদা পূরণ করা সত্ত্বেও সময়ক্ষেপণ ও জটিলতা তৈরি হচ্ছে। দাবি মেনে নেয়া না হলে ৪ তারিখ থেকে কমপ্লিট শাট-ডাউন পালন করা হবে।

তবে, হাসপাতালের জরুরি বিভাগ এই কর্মবিরতির আওতার বাইরে থাকবে বলে জানান তারা। এই কর্মবিরতিতে হাসপাতালে আগত রোগীদের দুর্ভোগ পোহাতে দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে এই ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্প্রতি

আরও খবর