শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
হোমখবরসারাদেশশিবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

শিবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

সম্পর্কিত সংবাদ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে কর্মরত ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের বহুল প্রতীক্ষিত দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অর্ধদিবস কর্মবিরতি পালিত হয়েছে। বুধবার, (০৩ ডিসেম্বর ২০২৫) সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এই কর্মবিরতি পালিত হয়। এ সময় আউটডোর ফার্মেসি-প্যাথলজি কার্যক্রম এক্স-রে, ডেন্টালসহ যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা ও ঔষধ সরবরাহ সকাল ৮টা হতে বেলা ১২টা পর্যন্ত বন্ধ ছিল। এতে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা চরম ভোগান্তির শিকার হয়। তবে জরুরি সেবা অন্য দিনের মত যথারীতি চালু ছিল। কর্মবিরতি পালনের সময় সকল মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অবস্থান নিয়ে স্লোগান, ব্যানার-ফেস্টুনের মাধ্যমে তাদের দশম গ্রেড বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এতে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সমন্বয়ক মেডিক্যাল টেকনোলজিস্ট আসাদুজ্জামান, ফার্মাসিস্ট বিরাজ কুমার দাস, ফার্মাসিস্ট আব্দুল লতিফ, মেডিকেল টেকনোলজিস্ট জাহাঙ্গীর আলম, নুরুজ্জামান প্রমুখ।

ওবাইদুর রহমান ও আব্দুল্লাহ আল

সম্প্রতি

আরও খবর