ঝিনাইদহের কালীগঞ্জে ওমর আলী (৩৫) নামের এক আলম সাধু চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার, (০৫ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ৮ টার দিকে মোবারকগঞ্জ চিনিকল -রেলস্টেশন সড়কের পাশের খালপাড় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। তার গলায় ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। নিহত ওমর আলী উপজেলার বেলাট বাজারপাড়া এলাকার আব্দুস ছাত্তারের ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে ওমর আলীর মরদেহ মোবারকগঞ্জ চিনিকল -রেলস্টেশন সড়কের পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এরপর ঘটনাস্থলে পৌছে পুলিশ মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। নিহতের স্ত্রী আমেনা খাতুন জানান, তার স্বামী একজন আলমসাধু চালক। বৃহস্পতিবার বিকালে সে আলমসাধু নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি। এরপর তাকে অনেক খোঁজাখুজি করেও পাওয়া যায়নি।
সকালে শুনতে পান কালীগঞ্জের চিনিকলের সড়কের পাশে তার স্বামীর মরদেহ পড়ে আছে। আলমসাধুটিও নেই। তিনি বলেন, তার স্বামী একজন পরিশ্রমী নিরীহ মানুষ। তিনি হত্যাকারীদের আটক ও শাস্তির দাবি করেন।
কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, শুক্রবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহটি চিনিকল রেলস্টেশন সড়কের পাশ থেকে উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। তিনি বলেন তার গলায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটাকে শ্বাসরোধ করে হত্যাকান্ড বলে মনে করা হচ্ছে। জড়িতদের আটকের জন্য কাজ করছে পুলিশ।



