সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরসারাদেশযশোরের নাভারণে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

যশোরের নাভারণে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যশোর

সম্পর্কিত সংবাদ

যশোরের শার্শা উপজেলার নাভারণ রেলস্টেশনে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত (৪৮) পরিচয়ের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার, (০৫ ডিসেম্বর ২০২৫) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাভারণ রেলস্টেশন এলাকায় হঠাৎ চলন্ত ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান। তবে তার পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি। খবর পেয়ে যশোর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করেছে।

রেলওয়ে পুলিশের যশোর ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, ঘটনার খবর পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। কীভাবে তিনি ট্রেনের নিচে পড়লেন, তা স্পষ্ট নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটতে পারে।

সম্প্রতি

আরও খবর