সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরসারাদেশমানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

মানিকগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

প্রতিনিধি, মানিকগঞ্জ

সম্পর্কিত সংবাদ

মানিকগঞ্জের সাটুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নুর ইসলাম (৪৫) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার, (০৫ ডিসেম্বর ২০২৫) দুপুর ১২টার দিকে বরাইদ ইউনিয়নের সাভার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম উপজেলার বরাইদ ইউনিয়নের সাভার গ্রামের ফাইজুদ্দিনের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. দেলোয়ার হোসাইন বলেন, দুপুর ১২টার দিকে সাভার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে নির্মাণকাজ করছিলেন ফাইজুদ্দিনের ছেলে নুর ইসলাম। পাশেই টাঙানো মেইন বিদ্যুতের তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং সঙ্গে সঙ্গেই নিচে পড়ে যান।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।

এ বিষয়ে সাটুরিয়া থানার ওসি এ আর এম আল মামুন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে বলে জানান তিনি।

সম্প্রতি

আরও খবর