রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমখবরসারাদেশসোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের অর্ধগলিত দেহ উদ্ধার

সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের অর্ধগলিত দেহ উদ্ধার

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

সম্পর্কিত সংবাদ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের অর্ধগলিত দেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার,(০৬ ডিসেম্বর ২০২৫) বিকেলে কাঁচপুর এলাকায় সড়কের পাশের ডোবা থেকে দেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, উপজেলার কাঁচপুর ইউপির সুখেরটেক গ্রামসংলগ্ন সড়কের পাশের একটি ডোবায় মাছ ধরার জন্য কচুরিপানা পরিস্কার করছিল কয়েকজন শিশু কিশোর। এ সময় বড় গজার মাছ ভেবে ডোবায় পড়ে থাকা মরদেহের এক পায়ে ঝাপটে ধরে তারা। পরে মানুষের পা দেখতে পেয়ে স্থানীয়দের জানালে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে তালতলা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে যুবকের অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশ জানায়, মরদেহটির মুখম-লসহ পুরো শরীর প্রায় গলিত হয়ে যাওয়ায় চেহারা শনাক্ত করা যায়নি। বিশেষ প্রক্রিয়ায় এর পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে।

সম্প্রতি

আরও খবর