মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে ডুবে দুই ভাই নিহত হয়েছে। নিহত ওই শিশু দুইজন আপন চাচাতো ভাই। শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫সকালের দিকে সদর উপজেলার গিলন্ড এলাকা দিয়ে বয়ে যাওয়া কালীগঙ্গা নদীতে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, গিলন্ড গ্রামের আকবর হোসেনের ছেলে জুনায়েদ (৩) এবং আজগরের ছেলে জামিল (৩)। নিহত জামিলের নানি জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে দাদির সঙ্গে বাড়ির বাইরে ঘুরতে বের হয় জুনায়েদ ও তার চাচাতো ভাই জামিল। পরে দাদির অগোচরে তারা কালিগঙ্গা নদীর পাড়ে চলে যায়। কিছুক্ষণ পর দাদি বাড়ি ফিরে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয়রাও খুঁজতে সহায়তা করেন। প্রায় এক ঘণ্টা পর সাড়ে ৮টার দিকে নদীর পাড়ে ভাসমান অবস্থায় প্রথমে জামিলের মরদেহ দেখা যায়।



