রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমখবরসারাদেশসোনারগাঁয়ে গ্যাস লিকেজ বিস্ফোরণে শিশুসহ আহত ৪

সোনারগাঁয়ে গ্যাস লিকেজ বিস্ফোরণে শিশুসহ আহত ৪

প্রতিনিধি, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)

সম্পর্কিত সংবাদ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের শিশু ও নারীসহ চারজন দগ্ধ হয়েছে। শনিবার,(০৬ ডিসেম্বর ২০২৫) সকালে কাঁচপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আহতের পরিবার সূত্রে জানা গেছে, সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউপির পাটাত্তা গ্রামের আজিম উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া আলাউদ্দিনের ঘরে গ্যাস লাইনের লিকেজ থেকে গতকাল শুক্রবার রাতে গ্যাস জমে যায়। সকালে রান্নার জন্য চুলা জ্বালাতে গেলে আগুন জ্বালানো মাত্রই বিস্ফোরণ ঘটে। এসময় জরিনা বেগম (৬৫), শিশু সাইমা (৪), আলাউদ্দিন (৩৫) ও সাথি আক্তার (১৪) দগ্ধ হন।

বিস্ফারণের শব্দে স্থানীয়রা গিয়ে আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায়।

আহতদের মধ্যে শিশু সাইমা ৩০ শতাংশ, জরিনা বেগম ২০ শতাংশ, সাথী আক্তার ১২ শতাংশ ও আলাউদ্দিন ৪০ শতাংশ দগ্ধ হয়েছে।

সম্প্রতি

আরও খবর