শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
হোমখবরসারাদেশটেকনাফে নৌ-বাহিনীর অভিযানে ৪টি অস্ত্র, ১০টি গ্রেনেড উদ্ধার

টেকনাফে নৌ-বাহিনীর অভিযানে ৪টি অস্ত্র, ১০টি গ্রেনেড উদ্ধার

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

সীমান্তবর্তী টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বাসায় নৌ বাহিনীর অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ ৪টি আগ্নেয়াস্ত্র, ১০টি গ্রেনেডসহ অন্যান্য আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র সমূহ পরবর্তী আইনি ব্যবস্থা নেয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। শনিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন। আইএসপিআরের সহকারী পরিচালক মোহাম্মদ রেজা উল-করিম শাম্মী জানায়, নৌবাহিনীর টিম গোপন খবরে জানতে পারে, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নস্থ উলুচামারি কোনাপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী মিজান ওরফে লম্বা মিাজানের বাসায় বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র মজুদ আছে।

এমন তথ্যের ভিত্তিতে গত শুক্রবার রাতে নৌ বাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস এবং নৌ বাহিনী কন্টিনেজেন্ট টেকনাফ কর্তৃক শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বসতঘরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দেশি পিস্তল ২টি, একনালা বন্দুক ১টি, গ্রেনেড ৪০ মি.মি. ৭টি, গ্রেনেড ৪০ মি.মি. এমজি-৪ ৩টি, লাইভ এম্যুনিশন ৪৩ রাউন্ড, পিস্তল ম্যাগাজিন ১টি, পিস্তল বল ২ রাউন্ড, ফাঁকা কার্তুজ ২০ রাউন্ড এবং ৩টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

উল্লেখ্য বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নে নৌ বাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকা সমূহে অস্ত্র, মাদকসহ সব ধরনের দুষ্কৃতকারীদের প্রতিহত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে নৌ বাহিনী এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

সম্প্রতি

আরও খবর