সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরসারাদেশমোহনগঞ্জে বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক

মোহনগঞ্জে বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষক

প্রতিনিধি, মোহনগঞ্জ (নেত্রকোনা)

সম্পর্কিত সংবাদ

আসছে বোরো আবাদের মৌসুম। কৃষিপ্রধান বাংলাদেশ। অধিকাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। কৃষির মধ্যে উল্লেখযোগ্য ফসল হলো ধান। হাওরবাসীর তো এক ফসলী ধানই ভরসা। সামনে বোরো আবাদের জন্য মোহনগঞ্জে হাওর এলাকা সহ বিভিন্ন এলাকায় এখন চলছে বীজতলা তৈরির কাজ। বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পাড় করছেন কৃষক। বিভিন্ন জাতের ধানের বীজ বপণ করছেন তারা। কৃষক নুরু মিয়া ও কৃষ্ণ পাল জানান, পৌষের প্রথম সপ্তাহ থেকে ধানের চারা রোপণ করা হবে।

উজান ভাটি মিলিয়ে সব জায়গায় এখন জোরসে চলছে বীজ বুনার কাজ। বীজতলা থেকে পরিপক্ব চারা ভেঙে আবাদ করা হবে বোরো ধান।

সম্প্রতি

আরও খবর