রৌমারীতে আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম করেছে সরকার। গতকাল রোববার দুপুরে রৌমারী উপজেলা খাদ্যগুদামের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলায় আমন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৯৪ মেট্রিক টন ও আমন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৪৬৭ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। উপজেলা কৃষি অফিস হতে ধান সংগ্রহের জন্য কৃষকের তালিকা প্রস্তুত করে লটারির মাধ্যমে প্রকৃত কৃষক নির্বাচন করা হবে। প্রতি কৃষক ৩ মেট্রিক টন করে আমন ধান সরকারের কাছে বিক্রি করতে পারবেন। এবার প্রতি কেজি আমন ধানের মূল্য ৩৪ টাকা, চালের মূল্য ৫০ টাকা নির্ধারণ করেছে সরকার।
অনুষ্ঠানে আমন ধান-চালের সঠিক গুনগতমান ও আদ্রতা নির্ধারণ নিয়ে কঠোর হুশিয়ারি বার্তাও দেন সদ্য যোগদান করা ইউএনও আলাউদ্দিন।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হাসনাত মো. মিজানুর রহমান, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত (ওসি, এলএসডি) কর্মকর্তা লিটন কুমার রায়, উপজেলা খাদ্য পরিদর্শক জাকিরুল ইসলাম, স্থানীয় মিল মালিক আবুল কাশেম প্রমুখ।



