শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
হোমখবরসারাদেশঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

প্রতিনিধি, ঠাকুরগাঁও

সম্পর্কিত সংবাদ

ঠাকুরগাঁওয়ে সারাদেশের ন্যায় নানান আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে। ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য’কে সামনে নিয়ে জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ৯ ডিসেম্বর পালনের লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন সর্বসম্মত সিদ্ধান্ত নেয়। জাতিসংঘ ২০০৩ সালে ৯ ডিসেম্বরকে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস হিসেবে ঘোষণা করে।

মঙ্গলবার, (০৯ ডিসেম্বর ২০২৫) দিবসটিকে সামনে রেখে দুর্নীতি দমন কমিশন (দুদক) সারাদেশের ন্যায় ঠাকুরগাঁও জেলায় দুর্নীতিবিরোধী বার্তা জনসাধারণের কাছে পৌঁছে দিতে র‌্যালি, আলোচনা সভার আয়োজন করে। দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যায়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় দুর্নীতির ক্ষতিকর প্রভাব, সরকারি-বেসরকারি খাতে সততা প্রতিষ্ঠা, জবাবদিহিমূলক প্রশাসন এবং নাগরিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়। এছাড়া তরুণ সমাজকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার করতে বিভিন্ন সচেতনতামূলক প্রেজেন্টেশন কর্মসূচিও হাতে নিয়েছেন।

উক্ত সময় প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন বিভিন্ন গণমাধ্যমে প্রচারপত্র, পোস্টার, অনলাইন ক্যাম্পেইন ও সচেতনতা বৃদ্ধিমূলক বার্তা প্রচারের মাধ্যমে জেলা-উপজেলা পর্যায়ের কর্মসূচির অংশ হিসেবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মাঝে সততা চর্চা ও নৈতিকতার ওপর বক্তব্য রাখেন।

সম্প্রতি

আরও খবর