বাগেরহাটের মোরেলগঞ্জে মো. কবির আকন (৪৮) নামে ব্যবসায়ী কুপিয়ে জখম করেছে গ্রামপুলিশ ও তার লোকজন। গুরুত্বর আহতকে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহতের স্ত্রী রোজি খানম বাদি হয়ে নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদের দফাদার (গ্রামপুলিশ) ফারুক হোসেন খালিফাসহ ৬/৭ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।
গতকাল মঙ্গলবার ভুক্তভোগী পরিবারের পক্ষে স্ত্রী রোজি খানম প্রেসক্লাবে এক লিখিত সংবাদ সম্মেলনে গ্রাম পুলিশের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।



