রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমখবরসারাদেশমোরেলগঞ্জে জমিজমা সংক্রান্ত তদন্তে জামায়াত নেতার ওপর হামলা

মোরেলগঞ্জে জমিজমা সংক্রান্ত তদন্তে জামায়াত নেতার ওপর হামলা

প্রতিনিধি, মোরেলগঞ্জ (বাগেরহাট)

সম্পর্কিত সংবাদ

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি জমিজমা সংক্রান্ত তদন্ত চলাকালিন সময়ে জামায়াত ইসলামীর ওয়ার্ড সভাপতি সাবেক ইউপি মেম্বর মোশারেফ হোসেন মীর (৭০) কে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুত্বর জখমীকে সন্ধ্যায় মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগী পরিবার জানায়, উপজেলার চিংড়াখালী ইউনিয়নে মধ্যে চিংড়াখালী গ্রামে গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে একই গ্রামের নাদিরা সুলতানা রুমার দায়েরকৃত আদালতে ১৪৪ ধারার একটি মামলার ইউনিয়ন তহশীলদার ঘটনাস্থলে তদন্তে গেলে এ সময় ২নং ওয়ার্ড জামায়াত ইসলামীর সভাপতি ওই ওয়ার্ডের সাবেক মেম্বর মোশারেফ হোসেন মীর ঘটনাস্থলে গিয়ে জমি দখলে থাকা প্রকৃত মালিকের বিষয়টি সঠিক বলে দাবি করা হলে প্রতিপক্ষ একই গ্রামের সৈয়দ বাহাদুর হোসেন, আসাদ দিহিদারসহ ১০-১২ জনের সংঘবদ্ধ দল মোশারেফ মীরের ওপর অর্তকীত হামলা করে এতে রক্তাক্ত জখম হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

হাসপাতালে চিকিৎসাধীন আহত জামায়াত নেতা সাবেক ইউপি মেম্বর মোশারেফ হোসেন মীর বলেন, নাদিরা সুলতানার পিতার জমি দীর্ঘদিন ধরে তারা ভোগদখল করে আসছেন। একটি মহল জমিটি দখলের পায়তারা করছেন। সাবেক জনপ্রতিধি হিসেবে বিষয়টির প্রতিবাদ করা হলে তদন্ত কর্মকর্তার সামনে বসেই আমার ওপর হামলা করে সৈয়দ বাহাদুর হোসেন ও তার লোকজন। তিনি প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করেন।

সম্প্রতি

আরও খবর