শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
হোমখবরসারাদেশআগুনে পুড়েছে খামারের দুই ঘর, ২৯ ছাগল

আগুনে পুড়েছে খামারের দুই ঘর, ২৯ ছাগল

প্রতিনিধি, নেত্রকোনা

সম্পর্কিত সংবাদ

নেত্রকোনা সদরে আগুনে পুড়েছে খামারের দুটি ঘর। এ সময় দগ্ধ হয়ে ২৯টি ছাগল মারা গেছে। নেত্রকোণা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান জানান, রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫ ভোর পৌনে ৪টার দিকে কাইলাটি এলাকায় ব্রাদার্স ইনডিকেটেড ফার্মে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় আড়াই ঘণ্টার চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।

আগুনে ক্ষয়ক্ষতি নিরুপণে কাজ চলছে জানিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা খানে আলম বলেন, বিড়ি-সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খামার মালিক শাহ রফিকুর রহমান অ্যাপেলো বলেন, আগুনে খামারের ঘরসহ ২৯ ছাগল ও ছাগলের খাদ্য সব পুড়ে গেছে। এতে অন্তত ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করে তিনি বলেন, এটা নাশকতা না অন্য কোনোভাবে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়।

সম্প্রতি

আরও খবর