রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমখবরসারাদেশবোয়ালখালীতে কৃষকের মাঝে রবি প্রণোদনা বিতরণ

বোয়ালখালীতে কৃষকের মাঝে রবি প্রণোদনা বিতরণ

প্রতিনিধি, বোয়ালখালী (চট্টগ্রাম)

সম্পর্কিত সংবাদ

চট্টগ্রামের বোয়ালখালীতে রবি মৌসুমে বোরো ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো হাইব্রিড বীজ ধান, উফশী জাতের বীজ ধান ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার, (১৫ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের হাতে এসব বীজ ধান ও সার বিতরণ করা হয়।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহানুর ইসলামের সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক । এতে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসান , পল্লী উন্নয়ন কর্মকর্তা জহির উদ্দিন ভুঁইয়া , বীজ সংরক্ষণ কর্মকর্তা তপন কান্তি দেসহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।

কৃষিবিদ মো. শাহানুর ইসলাম বলেন, চলতি বোরো মৌসুমে বোয়ালখালীতে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮০০ হেক্টর জমিতে।

ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ২০০ জন কৃষককে উপসী বীজ ধান ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। এছাড়া ১ হাজার ১৫০ জন কৃষককে ২ কেজি করে হাইব্রিড বীজ ধান দেওয়া হয়েছে।

সম্প্রতি

আরও খবর