চট্টগ্রামের বোয়ালখালীতে রবি মৌসুমে বোরো ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো হাইব্রিড বীজ ধান, উফশী জাতের বীজ ধান ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার, (১৫ ডিসেম্বর ২০২৫) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের হাতে এসব বীজ ধান ও সার বিতরণ করা হয়।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহানুর ইসলামের সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক । এতে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাঈম হাসান , পল্লী উন্নয়ন কর্মকর্তা জহির উদ্দিন ভুঁইয়া , বীজ সংরক্ষণ কর্মকর্তা তপন কান্তি দেসহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
কৃষিবিদ মো. শাহানুর ইসলাম বলেন, চলতি বোরো মৌসুমে বোয়ালখালীতে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৮০০ হেক্টর জমিতে।
ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের ২০০ জন কৃষককে উপসী বীজ ধান ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। এছাড়া ১ হাজার ১৫০ জন কৃষককে ২ কেজি করে হাইব্রিড বীজ ধান দেওয়া হয়েছে।



