সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরসারাদেশদেবীদ্বারে নাশকতার মামলায় দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে

দেবীদ্বারে নাশকতার মামলায় দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে

প্রতিনিধি, দেবীদ্বার (কুমিল্লা)

সম্পর্কিত সংবাদ

কুমিল্লার দেবীদ্বারে নাশকতার মামলায় গ্রেপ্তারপূর্বক দুই সেচ্চাসেবক লীগ নেতাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম

গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক পূর্বক গতকাল রোববার দুপুরে কুমিল্লা ৪ নং আমলী আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃতরা হলেন মো. এমদাদুল হক (৪৪), সে উপজেলার সুবিল গ্রামের মৃত: আব্দুল হাকিম মিয়ার পুত্র। সে সুবিল ইউনিয়ন সেচ্চাসেবক লীগের আহবায়ক। অপরজন নাজমুল হাসান (২৫), সে পৌরসভার ইকরা নগরীর মো. জালাল মিয়ার পুত্র। সে পৌর সেচ্চাসেবক লীগের সদস্য।

তবে আলী হোসেন নামে নাজমুল হাসানের এক নিকট আত্মীয় জানান, নাজমুল হাসান মামলার এজহারভূক্ত আসামী ছিলনা। সে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)’র কর্মী ছিল। এ বিষয় দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সারোয়ার হোসেন বলেন, নির্বাচনে সামনে রেখে কার্যকর্ম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা রোধে পুলিশের বিশেষ অভিযানে সেচ্চাসেবক লীগের দুই নেতাকর্মীকে আটক পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছি।

সম্প্রতি

আরও খবর