সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরসারাদেশকোম্পানীগঞ্জে টানা ২মাস জামাতে নামাজ আদায় করে ৫ শিশু-কিশোর পেল বাইসাইকেল

কোম্পানীগঞ্জে টানা ২মাস জামাতে নামাজ আদায় করে ৫ শিশু-কিশোর পেল বাইসাইকেল

সংবাদদাতা, কোম্পানীগঞ্জ (নোয়াখালী)

সম্পর্কিত সংবাদ

কোম্পানীগঞ্জ উপজেলায় শিশু-কিশোরদের নামাজে নিয়মিত করা এবং ধর্মচর্চায় আগ্রহী করতে দুই মাসব্যাপী বিশেষ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। টানা দুই মাস ইমামের পেছনে জামায়াতে নামাজ আদায়ের মাধ্যমে পাঁচজন শিশু-কিশোরকে পুরস্কার হিসেবে বাইসাইকেল প্রদান করা হয়।

গতকাল সোমবার বিকেলে উপজেলার চরফকিরা ইউনিয়নের কদমতলী বাইতুশ শরফ জামে মসজিদে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মসজিদ পরিচালনা কমিটির আয়োজনে এবং মাস্টার ওয়াজি উল্লাহ ফাউন্ডেশনের সার্বিক সহায়তায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সমাজ পরিচালনা কমিটির সভাপতি নুরুল আনোয়ার ভূঁইয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তারা শিশু-কিশোরদের নৈতিক উন্নয়নে ধর্মীয় অনুশীলনের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, নিয়মিত নামাজ আদায়ের মাধ্যমে শৃঙ্খলাবোধ, সময়ানুবর্তিতা ও চরিত্র গঠনের ভিত্তি তৈরি হয়। সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিযোগীদের উৎসাহ দেন।আয়োজকরা জানান, এ প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ছিল শিশু-কিশোরদের মসজিদমুখী করা এবং তাদের জীবনযাত্রায় ধর্মীয় অনুশাসনের চর্চা গড়ে তোলা। প্রতিযোগিতায় শিশু, কিশোর ও যুবক মিলিয়ে মোট ৫৪ জন অংশগ্রহণ করেন এবং বিভিন্ন বিভাগে পুরস্কার অর্জন করেন।

পুরস্কারপ্রাপ্তরা অনুভূতি প্রকাশ করে বলেন, এ উদ্যোগের ফলে তাদের মধ্যে নামাজের প্রতি আগ্রহ বেড়েছে এবং সময়মতো জামায়াতে উপস্থিত থাকার অভ্যাস গড়ে উঠেছে। অভিভাবকরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিকভাবে সুগঠিত করতে কার্যকর ভূমিকা রাখছে।

সম্প্রতি

আরও খবর