মহান বিজয় দিবস উপলক্ষ্যে মানিকগঞ্জ-১ (ঘিওর-দৌলতপুর-শিবালয়) আসনে গণ অধিকার পরিষদের (জিওপি) মনোনিত প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হুছাইনের উদ্যোগে মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। ঘিওর উপজেলার ঠাকুরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে সারাদিন ব্যাপি ৫শতাধিক রোগিদের বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়। জানাগেছে, ঘিওর উপজেলার ঠাকুরকান্দি, রসুলপুর, বিনোদপুর, বনগ্রাম ভররা, জামরাকান্দি গ্রামের এলাকার শত শত অসহায়, দরিদ্র লোকজনের নাক, কান,গলা, চক্ষু, চর্মরোগ ও গাইনি রোগে আত্রান্ত রোগিদের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সেবা প্রদান করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণ অধিকার পরিষদের (জিওপি) মনোনিত প্রার্থী মোহাম্মদ ইলিয়াছ হুছাইন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের (জিওপি) ঘিওর উপজেলা শাখার সভাপতি মোঃ শহীদুল ইসলাম ও সাধারন সম্পাদক মো. মনোয়ার হোসেন ও ঠাকুর কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানাজ পারভীর প্রমুখ।



