সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরসারাদেশকুষ্টিয়ায় খেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে যুবক খুন

কুষ্টিয়ায় খেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে যুবক খুন

জেলা বার্তা পরিবেশক, কুষ্টিয়া

সম্পর্কিত সংবাদ

কুষ্টিয়া সদর উপজেলায় রসুনের খেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে বল্লমের আঘাতে হাফিজুল ইসলাম (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে জিয়ারখী ইউনিয়নের মটপাড়া এলাকায় এঘটনা ঘটে। নিহত হাফিজুল ইসলাম একই এলাকায় মৃত. নুর ইসলামের ছেলে। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানিয়েছে, দুপুরে নিহতের চাচাতো ভাই মহিরের রসুনের খেতে মুরগি যাওয়াকে কেন্দ্র করে হাফিজুল ও মহিরের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরপর ধস্তাধস্তির একপর্যায়ে মহির বল্লম দিয়ে পেছন থেকে হাফিজুলের পিঠে আঘাত করে। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা(আরএমও) হোসেন ইমাম বলেন, নিহত যুবকের পিঠে ধারালো কিছু দিয়ে আঘাত করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, পারিবারিক কলহের কারণেই এমন হত্যাকান্ড ঘটেছে। এঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

সম্প্রতি

আরও খবর