মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় অটোরিকশা চালকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধারের ঘটনার ১১ দিন পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা সম্ভব হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের বক্তারকান্দী গ্রামের বাসিন্দা আব্দুল মালেকের ছেলে ব্যাটারী চালিত অটোরিকশা চালক শাহজালাল (৩৭) গত ৫ ডিসেম্বর সকালে নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। ওই দিন রাত পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরদিন ৬ ডিসেম্বর বাউশিয়া ইউনিয়নের মধ্য বাউশিয়া গ্রাম সংলগ্ন কাজলা নদী থেকে তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের পরিবারের দাবি, একটি দুর্বৃত্তচক্র শাহজালালকে হত্যা করে তার ব্যাটারি চালিত অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় নিহতের বড় ভাই জাহাঙ্গীর আলম বাদী হয়ে অজ্ঞাত দুর্বত্তদের আসামী করে গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার বাদী জাহাঙ্গীর আলম বলেন, হত্যাকাণ্ডের ১১ দিন পার হলেও মামলার তদন্তে কোন দৃশ্যমান অগ্রগতি হয়নি। এতে হত্যার শিকার শাহজালালের পরিবার হতাশায় ভুগছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) রুবেল সিকদার বলেন, আসামি শনাক্ত ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি আরো জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, এটি বাইরের কোনো চক্রের কাজ হতে পারে। তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে এবং দ্রুত সময়ের মধ্যেই জড়িতদের আইনের আওতায় আনা হবে।



