মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরসারাদেশচান্দিনায় ১০ম গ্রেডের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের অবস্থান কর্মসূচি

চান্দিনায় ১০ম গ্রেডের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট-ফার্মাসিস্টদের অবস্থান কর্মসূচি

প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা)

সম্পর্কিত সংবাদ

কুমিল্লার চান্দিনায় ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অবস্থান কর্মসূচি পালন করা হয়। বুধবার, (১৭ ডিসেম্বর ২০২৫) সকাল ৮ টা থেকে ১১ টা পর্যন্ত ৩ ঘন্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবস্থান করে তারা। এর আগে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার, চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্পনা কর্মকর্তা এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর স্মারক লিপি প্রদান করে তারা। আন্দোলন চলাকালে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হয়।

এতে বক্তৃতা করেন, চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট দিলজার হাসান, ফার্মাসিস্ট আজগর আহমেদ, শাহীন সুলতানা। এসময় উপস্থিত ছিলেন- সেনেটারি ইন্সপেক্টর নীলনারা ইয়াসমিন, মেডিকেল টেকনোলজিস্ট রেহেনা আক্তার বন্যা, আলাউদ্দিন ভুঁইয়া, আবদুল কাদের, শ্যামল প্রমুখ।

আন্দোলনকারীরা বক্তৃতায় বলেন, অন্যান্য ডিপ্লোমা কোর্সধারীর মধ্যে ডিপ্লোমা প্রকৌশলী, ডিপ্লোমা নার্স এবং ডিপ্লোমা কৃষিবিদরা ইতোমধ্যেই ১১ তম গ্রেড হতে ১০ম গ্রেডে উন্নীত হয়েছে। উল্লেখ্য ডিপ্লোমা প্রকৌশলীরা ১৯৯৪ সাল, ডিপ্লোমা নার্সরা ২০১১ সালে এবং অনুরুপভাবে ডিপ্লোমা কৃষিবিদরা ২০১৮ সালে দ্বিতীয় শ্রেণীর ১০ম গ্রেড কর্মকর্তার পদমর্যাদায় উন্নীত হয়। দীর্ঘ ৩০ বছর ধরে ১০ম গ্রেডের দাবিতে শান্তিপূর্ণভাবে সারাদেশে আন্দোলন করে আসছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। অথচ সম শিক্ষাগত যোগ্যতা থাকা স্বত্তেও ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নায্য দাবি এখনও মেনে নিচ্ছে না সরকার। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান থাকবে বলেও তারা জানান।

সম্প্রতি

আরও খবর