ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (১৬ ডিসেম্বর/২০২৫) ৫৪তম বিজয় উৎসবের শুরুতেই ৫৪টি জাতীয় পতাকা মিছিল বিজয় উৎসবের শোভাযাত্রা, শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য বিজয়’৭১ বেদিতে স্বজনরা পুষ্পমাল্য অর্পণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে। আলোচনা অনুষ্ঠানে উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বক্তব্য ভুটিয়ারকোনা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ, গৌরীপুর ইসলামাবাদ ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মাহবুব আহমেদ, সহকারী শিক্ষক মো. ইয়াহিয়া, ইদ্রিস আলী, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম পাপ্পু, জুলাইযোদ্ধা বাহালুল মুনশী, গৌরীপুর মহিলা পরিষদের সভাপতি নাদিরা জামান পান্না, সাধারণ সম্পাদক মমতাজ বেগম, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সম্পাদক ফারুকুল ইসলাম, সুজন সরকার, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, আব্দুল মান্নান প্রমুখ।



