মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরসারাদেশকেশবপুরে মোবাইলে কথা কাটাকাটির বিরোধে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা

কেশবপুরে মোবাইলে কথা কাটাকাটির বিরোধে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা

প্রতিনিধি, কেশবপুর (যশোর)

সম্পর্কিত সংবাদ

মোবাইলে কথা কাটাকাটি নিয়ে বিরোধে যশোরের কেশবপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রী আদালতে মামলা করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ধর্মপুর গ্রামে।

জানা গেছে, ২০২৪ সালে ২৬ জুলাই উপজেলার হিজলতলা গ্রামের আব্দুস সাত্তার সরদারের ছেলে ঢাকার মানিকগঞ্জের এক মসজিদের ইমাম হাফেজ আজাদ হোসেনের সাথে উপজেলার ধর্মপুর গ্রামের আরিজুল ইসলাম সরদারের মেয়ে তমা খাতুনের বিয়ে হয়। মসজিদের ইমাম হওয়ার সুবাদে হাফেজ আজাদ হোসেনকে ঢাকার মানিকগঞ্জে অবস্থান করতে হতো। তাদের বিয়ের পর থেকেই দুই পরিবারের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো। এরই মধ্যে তমা খাতুন অন্ত;সত্তা হয়ে পড়ে। এদিকে, গত সেপ্টেম্বরের শেষ দিকে হাফেজ আজাদ হোসেনের সাথে তমা খাতুনের মোবাইলে কথা বলা নিয়ে একপর্যায়ে ঝগড়াঝাটি শুরু হয়। এরপর থেকে হাফেজ আজাদ হোসেন যতবারই তার স্ত্রী তমা খাতুনকে মোবাইলে রিং দিত না কেন সে রিসিভ করতো না। এ মনোমালিন্যের একপর্যায়ে ৫ অক্টোবর তমা খাতুন বাদি হয়ে হাফেজ আজাদ হোসেন ও তার মা-বাবাসহ ৩ জনের বিরুদ্ধে যশোর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা করেন। যার নং- সিআর ৬৫১/২৫ ও ৬৫২/২৫।

তমা খাতুনের অভিযোগ, আজাদসহ তার শ্বশুর- শাশুড়ি সবাই আমার ওপর অত্যাচার নির্যাতন করতো। একমাস আগে আমাদের কন্যা সন্তান তানিসা ইসরাত রাহির জন্ম হওয়ার খবর পেয়েও তারা খোঁজ খবর নেয়নি। যেকারণে আমি বাধ্য হয়ে আদালতে মামলা করেছি। এরপরও আমি তার ঘর করতে চাই। সে আমাকে এসে নিয়ে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে।

এ ব্যাপারে আজাদ হোসেন বলেন, আমি ঢাকার মানিকগঞ্জ জেলার একটি হাফিজিয়া মাদ্রাসায় চাকুরী করার পাশাপাশি মসজিদে ইমামতি করি। চাকুরির সুবাদে আমাকে মানিকগঞ্জ অবস্থান করতে হয়। ১ অক্টোবর তমা খাতুনকে যে মারপিট করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা। ওই দিন আমি যথারীতি মাদ্রাসায় উপস্থিত ছিলাম। যা মাদ্রাসার মুহতামিম হাফেজ রুহুল আমিনের প্রতিবেদনে উল্লেখ রয়েছে। তাছাড়া, বিষয়টি নিয়ে ইতোপূর্বে কোনোদিন গ্রাম আদালত বা থানায় অভিযোগ হয়নি।

তারা আমার বিরুদ্ধে আদালতে যে মামলা করেছে তা

সম্প্রতি

আরও খবর