বৃহস্পতিবার, জানুয়ারি ১৫, ২০২৬
হোমখবরসারাদেশবোয়ালখালীতে কৃষকের গরু চুরি

বোয়ালখালীতে কৃষকের গরু চুরি

প্রতিনিধি, বোয়ালখালী (চট্টগ্রাম)

সম্পর্কিত সংবাদ

চট্টগ্রামের বোয়ালখালীতে কৃষকের গোয়াল ঘর থেকে একটি গরু (গাভী) চুরি করে নিয়ে গেছে চোরের দল। গতকাল মঙ্গলবার ভোর চারটার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধোরলা গ্রামের রশিদ মাস্টারের বাড়িতে কৃষক মোজাহেরুল ইসলামের ঘরে ঘটনা ঘটেছে।

জানা গেছে, চুরি হওয়া গাভীটির দুই মাস আগে একটি বাছুর জন্ম দেয় এবং দৈনিক ৩-৪ কেজি দুধ পাওয়া যেত। গরুটির বাজার মূল্য প্রায় দেড় লক্ষ টাকা হবে বলে জানান কৃষক মোজাহেরুল ইসলামের ছেলে মো. মুমিনুল ইসলাম।

তিনি জানান, তাদের পরিবার দীর্ঘ ২০ থেকে ২৫ বছর ধরে গরু পালন করে আসছে। হঠাৎ ভোরে গোয়ালঘর থেকে গাভীটি চুরি হয়ে যাওয়ায় পরিবারটি চরম উদ্বেগে পড়েছে।

এ ঘটনায় বোয়ালখালী থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

সম্প্রতি

আরও খবর