রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমখবরসারাদেশগৌরীপুরে ৬দফা দাবীতে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি

গৌরীপুরে ৬দফা দাবীতে স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতি

প্রতিনিধি গৌরীপুর (ময়মনসিংহ)

সম্পর্কিত সংবাদ

নিয়োগবিধি সংশোধন, বেতন বৈষম্য নিরসন এবং টেকনিক্যাল পদমর্যাদা প্রদানসহ ছয় দফা দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (১৭ ডিসেম্বর/২৫) কর্মবিরতী কর্মসূচী পালনের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকগন।

কর্মসূচীতে অংশ নেন স্বাস্থ্য পরিদর্শক তাহমিনা ফেরদ্দৌসী, মো. আব্দুল মুত্তালিব, লতিফা আক্তার, নাছরিন সুলতানা, মতিউর রহমান, গোলাম মোহাম্মদ খান, মো. সুমন, এনামুল হক, এমদাদুল হক, আব্দুল গণি, ফরিদা আক্তার, আপেল মাহমুদ খান, ফরিদ মিয়া, ইলিয়াস উদ্দিন, হাবিবুর রহমান, হাসনা জান্নাত, রৌশন আরা বেগম, আল আমিন, শিউলী নাসরিন, রাহেলা আকতার, নাসরিন সুলতানা, শহিদুল ইসলাম, আব্দুল হান্নান, আল মামুন খান, আফরোজা খাতুন, মাহাবুবউল আলম, আমান উল্লাহ, নূরে এ খোদা, তাহমিনা খাতুন, সহকারী স্বাস্থ্য পরিদির্শক রিফাত জাহান প্রমুখ।

মো. আব্দুল মারেক, কামরুন্নাহার, তাহমিনা খাতুন, বদরুন নাহার, ইসমত আরা প্রমুখ।

দাবীগুলো হলো নিয়োগবিধি সংশোধন করে স্নাতক বা সমমানের যোগ্যতা সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমাধারীদের ১১তম গ্রেডসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা, সকল স্বাস্থ্য সহকারী ও পরিদর্শকদের প্রশিক্ষণ ছাড়াই স্নাতক স্কেলে অন্তর্ভুক্ত করা, বেতন নির্ধারণে টাইম স্কেল ও উচ্চতর স্কেল সংযুক্ত করা ও ইন-সার্ভিস ডিপ্লোমা (এসআইটি) কোর্সকে সমমান হিসেবে স্বীকৃতি দেওয়া।

সম্প্রতি

আরও খবর