দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজ দ্বিগুণ দামে বিক্রি ও পাইকারি ক্রেতাদের কাছে বিক্রয় রশিদ না দেওয়ার অভিযোগে এক আমদানিকারকের বিরুদ্ধে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর বিভাগ। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে হিলি স্থলবন্দরে পরিচালিত অভিযানে আমদানিকারক প্রতিষ্ঠান সাদ ট্রেডার্সকে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর বিভাগের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম।
ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, ভারত থেকে পেঁয়াজ আমদানি বাড়লেও বাজারে আশানুরূপ দাম কমছে না। সাধারণ ক্রেতাদের স্বস্তি নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে হিলি স্থলবন্দরের আমদানিকারকদের কার্যক্রম যাচাই করা হয়।



