বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
হোমখবরসারাদেশফরিদপুরের ভাঙ্গায় ভাসুরকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের ভাঙ্গায় ভাসুরকে কুপিয়ে হত্যা

প্রতিনিধি, ফরিদপুর

সম্পর্কিত সংবাদ

ফরিদপুরের ভাঙ্গায় ছোট ভাইয়ের স্ত্রীর বটির কোপে ভাসুর টুকু মোল্লা (৪৫) নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাতে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুনপালদী গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। সে ঐ গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে। ঘাতক সীমা বেগম ভাসুরকে কুপিয়ে পালিয়ে গেছে। সীমা বেগম তুরস্ক প্রবাসী সোহাগ মোল্লার স্ত্রী। পুলিশ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করেছে।

নিহতের চাচাতো ভাই শাহিন মোল্লা জানান, আমার ছেলে আবিরের সুন্নতে খৎনার অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা থেকে টুকু বাড়িতে আসে। অনুষ্ঠান শেষে রাতে টুকু তার ঘরে গিয়ে ছোট ভাইয়ের বউয়ের সাথে হাঁস পালনকে কেন্দ্র করে কথা কাটাকাটি করে। কথা কাটাকাটির এক পর্যায়ে সীমা হাতে থাকা বটি দিয়ে টুকুকে কোপ দিয়ে পালিয়ে যায়। আমরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা থানার উপপরিদর্শক মামুন জানান, সংবাদ পেয়ে আমরা হাসপাতালে গিয়ে লাশ উদ্ধার করি। শনিবার ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘাতক সীমা বেগমকে ধরতে পুলিশ কাজ করছে।

সম্প্রতি

আরও খবর