মঙ্গলবার, জানুয়ারি ১৩, ২০২৬
হোমখবরসারাদেশসমাজসেবা কার্যালয়ে অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সমাজসেবা কার্যালয়ে অফিস সহায়কের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিনিধি, জয়পুরহাট

সম্পর্কিত সংবাদ

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা সমাজসেবা কার্যালয়ের অফিস কক্ষে ৪র্থ শ্রেণির কর্মচারী (অফিস সহায়ক) গামছা দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁসরত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় এ ঘটনা ঘটেছে। এ বিষয়টি নিশ্চিত করেছেন ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী।

নিহতের নাম মাহবুব আলম জনি (৩৫)। তিনি বগুড়ার গাবতলি উপজেলার বটিয়া ভংঙ্গা গ্রামের খায়রুল ইসলামের ছেলে বলে জানাগেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, ২০১৮ সালের ০২ ডিসেম্বরে ক্ষেতলাল উপজেলায় সমাজসেবা অফিসের অফিস সহায়ক হিসেবে যোগদান করেন মাহবুব আলম ওরফে জনি। চাকুরী জনিত কারণে অফিসেই রাত্রি যাপন করতেন তিনি। শনিবার বেলা ১১টায় সেখানে অফিস কক্ষে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ দেখতে পান ঝাড়ুদার। পরে তার চিৎকার চেচামেচিতে লোকজন জানতে পারে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যান।

ওসি নুরে আলম সিদ্দিকী জানান, প্রাথমিকভাবে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্প্রতি

আরও খবর