রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমখবরসারাদেশগজারিয়ায় আবাসিক হোটেল থেকে নারীসহ আটক৩

গজারিয়ায় আবাসিক হোটেল থেকে নারীসহ আটক৩

প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)

সম্পর্কিত সংবাদ

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি আবাসিক হোটেলে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ তিন জনকে আটক করেছে থানা পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ভাটেরচর এলাকার ফ্রেস ভাটেরচর গেস্ট হাউস এন্ড রেস্টুরেন্টে দ্বিতীয় দফা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-লক্ষ্মীপুর জেলার হোসেন আলী (২৯), শরীয়তপুর জেলার মোছা.পায়েল আক্তার (২৭) এবং নারায়ণগঞ্জ জেলার মোছা. মেঘলা আক্তার (৩৫)।

গজারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বিজন বাড়ৈ জানান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মহোদয়ের নির্দেশক্রমে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় হোটেলের একটি কক্ষ থেকে সংশ্লিষ্ট অভিযোগে তাদের আটক করা হয়।

উল্লেখ্য, এর আগে গত ২৩ নভেম্বর একই আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অনৈতিক কার্যক্রমের অভিযোগে নারীসহ পাঁচজনকে আটক করেছিল পুলিশ।

সম্প্রতি

আরও খবর