শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
হোমখবরসারাদেশশীতের আগমনে মোহনগঞ্জে ব্যস্ত লেপ তোষক কারিগর

শীতের আগমনে মোহনগঞ্জে ব্যস্ত লেপ তোষক কারিগর

প্রতিনিধি, মোহনগঞ্জ (নেত্রকোনা)

সম্পর্কিত সংবাদ

চলছে শীতকাল। শীতকালে লেপ তোষক তৈরির ধুম লেগে যায়। শীত কাটাতে লেপ তোষক নিত্যসঙ্গী। বিভিন্ন এলাকার মতো মোহনগঞ্জেও লেপ তোষক তৈরির ধুম লেগেছে। কারিগররা ব্যস্ত সময় পাড় করছেন।

দিনরাত কাজ করে যাচ্ছেন। বিয়েশাদি সহ বিভিন্ন অনুষ্ঠানেও লেপ তোষক প্রয়োজন। মোহনগঞ্জ বাজারের তুলাপট্টিতে গিয়ে দেখা যায় কেউ তুলা প্রসেস করছেন কেউ বা সেলাই কাজে নিয়োজিত। অনেকে আবার পুরাতন লেপ তোষক ভাঙ্গিয়ে বানিয়ে নিচ্ছেন। কেউ একেবারেই নতুন তৈরি করে নিচ্ছেন। বিভিন্ন সাইজের বিভিন্ন দাম রয়েছে। ছোট বাচ্চাদের জন্যও রয়েছে লেপ তোষকের সমাহার। লেপ তোষক ব্যবসায়ী ভুট্টু বলেন এখন লেপ তোষক তৈরির মৌসুম। অনেকেই আসছেন লেপ তোষক তৈরি করতে। ব্যবসা মোটামুটি ভালোই চলছে। দিন গড়ালে আরো বাড়বে বলে আশা করছি। জনৈক ক্রেতা জানান, নতুন করে লেপ বানাতে আসলাম। তুলা ও কাপড়ের দাম বেড়ে যাওয়ায় দাম আগের চেয়ে বেশি।

সম্প্রতি

আরও খবর