সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরসারাদেশঝালকাঠি ওসমান হাদি স্মরণে ঝালকাঠিতে নাগরিক শোকসভা

ঝালকাঠি ওসমান হাদি স্মরণে ঝালকাঠিতে নাগরিক শোকসভা

জেল বার্তা পরিবেশক, ঝালকাঠি,

সম্পর্কিত সংবাদ

আততায়ীর গুলিতে নিহত ঝালকাঠির গর্বিত সন্তান, সাহসী কণ্ঠস্বর ও মানবিক নেতা শহীদ শরীফ ওসমান বিন হাদির স্মরণে ঝালকাঠি প্রেসক্লাবের উদ্যোগে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ শোকসভায় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শোকসভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোমিন উদ্দিন।

ঝালকাঠি প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আককাস সিকদারের সঞ্চালনায় শোকসভায় আরও বক্তব্য দেন, পুলিশ সুপার মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, ওসমান হাদির সহপাঠী সাংবাদিক ইসমাঈল মুসাফিরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা শহীদ শরীফ ওসমান হাদির কর্মময় জীবনের নানা স্মৃতিচারণ করে বলেন, ওসমান হাদি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন এক সাহসী যোদ্ধা এবং সাধারণ মানুষের পক্ষে কথা বলা এক মানবিক মানুষ। তার নির্মম হত্যাকা শুধু একটি পরিবারের নয়, পুরো ঝালকাঠিবাসীর হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি করেছে।

বক্তারা আরও বলেন, এই বর্বর হত্যাকাণ্ডের মাধ্যমে সমাজকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু ওসমান হাদির আদর্শ ও ত্যাগ কখনো নিঃশেষ হবে না। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িত সকল দোষীর দৃষ্টান্তমূলক শান্তির দাবি করেছেন।

শোকসভা শেষে শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

সম্প্রতি

আরও খবর