সোমবার, জানুয়ারি ১২, ২০২৬
হোমখবরসারাদেশবিএনপিতে যোগদানের মাত্র একদিনের ব্যবধানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

বিএনপিতে যোগদানের মাত্র একদিনের ব্যবধানে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

সম্পর্কিত সংবাদ

বিএনপিতে যোগদানের মাত্র একদিনের ব্যবধানে গ্রেপ্তার হলেন সাবেক ছাত্রলীগ নেতা মো. শাহীন মিয়া। গত সোমবার বিকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের ছৈয়দপুর বাজার এলাকা থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পরে তাকে কুমিল্লা জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। আটক মো. শাহীন মিয়া দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের মৃত মো. শহীদ মিয়ার ছেলে। তিনি কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। রাজনৈতিকভাবে তিনি দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। জানা গেছে, মামলা ও পুলিশের হয়রানি থেকে মুক্তি পাওয়ার আশায় গত রোববার সন্ধ্যায় কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সির নিজ বাসভবনে আনুষ্ঠানিকভাবে প্রায় ২০০ নেতাকর্মীসহ বিএনপিতে যোগ দেন মো. শাহীন মিয়া।

এ সময় ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি ও তার ছেলে ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি ফুলের মালা পরিয়ে তাকে দলে বরণ করে নেন।

দলে যোগদানের পরপরই দেবিদ্বার পৌর এলাকায় বিএনপি ও ধানের শীষের পক্ষে আয়োজিত একটি মিছিলে অংশ নিয়ে শ্লোগান দিতে দেখা যায় তাকে, যা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ বিষয়ে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) শামসুল আলম বলেন, দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের ছৈয়দপুর থেকে মো. শাহীন মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

সম্প্রতি

আরও খবর