খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সমন্বয়ক ও শ্রমিক উইংয়ের খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতালেব সিকদারকে গুলিবর্ষনের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত ও শহরস্থ এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে ৫৩ বিজিবি। অপরাধীরা যাতে সীমান্ত পাড়ি দিয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সীমাস্ত অঞ্চল এবং শহরস্থ এলাকায় কঠোর নজরদারি বাড়িয়েছে ৫৩ বিজিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৩ বিজিবির পক্ষ থেকে জানানো হয়। খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকায় দুর্বৃত্তরা গুলি মোতালেব সিকদারকে লক্ষ্য করে গুালি চালালে তিনি গুরুতর আহত হন। তিনি এনসিপির কেন্দ্রীয় সমন্বয়ক এবং দলটির খুলনা বিভাগীয় শ্রমিক উইংয়ের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। ঘটনার পরপরই উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুর এর নির্দেশনায় চাঁপাইনবাবগঞ্জ বিজিবি-৫৩ ব্যাটালিয়ন তাদের দায়িত্বপূর্ণ এলাকা চাঁপাইনবাবগঞ্জ শহরের আশপাশ ও সীমান্ত এলাকায় টহল তৎপরতা এবং নজরদারি জোরদার করে। অপরাধীদের দেশত্যাগ ঠেকাতে সীমান্ত এলাকায় নিশ্ছিন্দ্র নজরদারি নিশ্চিত করা হয়েছে। এর অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ এলাকায় ১৭ টি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশী ও টহল কার্যক্রম ব্যাপক বাড়ানো হয়েছে। এছাড়া শহর এলাকায় অবস্থিত ২টি চেকপোস্টে তল্লাশী কার্যক্রম জোরদার করা রয়েছে এবং তল্লাশি কাজে ডগস্কোয়াডকেও কাজে লাগানো হয়েছে। এ ব্যাপারে ৫৩ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, এই অপরাধের সঙ্গে যারা জড়িত, তারা যাতে কোনোভাবেই এই অঞ্চলের সীমান্ত অতিক্রম করতে না পারে, সেজন্য উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুর এর নির্দেশনায় সব ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



