দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর প্রিয় মাতৃভূমি বাংলাদেশে স্বপরিবারে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানটি সকাল ১০ টা ২৮ মিনিটে সিলেট ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরন করে। সেখানে ১ ঘন্টা যাত্রা বিরতির পর ১১ টা ৪০ মিনিটে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তার সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
ফ্লাইট থেকে অবতরণের পর থেকেই বাংলাদেশের বেসরকারি টেলিভিশনগুলো পরিবারসহ তার দেশে ফেরার বিষয়টি সরাসরি সম্প্রচার করে।
এসময় ফুলের মালা দিয়ে জোবাইদা রহমানের মা তারেক রহমানকে বরন করেন ।
বিএনপির মিডিয়া সেল থেকে সম্প্রচার করা একটি লাইভ ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের দরজা দিয়ে বেরিয়ে তিনি খোলা একটি অংশে দাঁড়ান। সেখানে ঝুঁকে মাটি ছুঁয়ে দেখেন তিনি। পরে জুতা খুলে কিছুক্ষণ খালি পায়ে দাঁড়ান সেখানে।
পরে তিনি একটি বাসে ওঠেন। ঢাকায় ৩০০ ফিট এলাকায় যেখানে তাকে দলের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হবে সেই মঞ্চের উদ্দেশে রওনা হয় বাসটি।
এসময় বাসটি ঘিরে ছিল নিরাপত্তা বাহিনীর কড়া পাহারা।
বাসটির সামনের অংশে দাঁড়িয়ে কর্মী-সমর্থকদের প্রতি হাত নাড়তে থাকেন বিএনপির এই নেতা।



