রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমখবরসারাদেশসুনামগঞ্জ সীমান্তে ২৪টি ডেটোনেটর উদ্ধার করেছে বিজিবি

সুনামগঞ্জ সীমান্তে ২৪টি ডেটোনেটর উদ্ধার করেছে বিজিবি

প্রতিনিধি. সুনামগঞ্জ

সম্পর্কিত সংবাদ

সুনামগঞ্জ জেলার ১২০ কিলোমিটার সীমান্ত এলাকা দিয়ে দীর্ঘদিন ধরেই নানা ধরনের অবৈধ পণ্য বিজিবির চোখ ফাঁকি দিয়ে ঢুকছে। বিজিবির আভিযানিক দল প্রায়ই বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মালামাল জব্দ করে। পট পরিবর্তনের পর বিজিবির পক্ষ থেকে সীমান্তে টহল জোরদার করেছে। ২৬ ডিসেম্বর ভোরে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার চারাগাঁও এলাকার বাংলাদেশ–ভারত সীমান্তে অভিযান চালিয়ে ২৪টি শক্তিশালী ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন২৮ বিজিবি।

গোপন সংবাদের ভিত্তিতে চারাগাঁও বিওপির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্র জানায়, উল্লেখিত সীমান্তের মাইজহাটি এলাকায় পলিথিনে মোড়ানো এবং গাছের ডালপালা দিয়ে লুকানো অবস্থায় ডেটোনেটরগুলো পাওয়া যায়। উদ্ধারকৃত ডেটোনেটরগুলো উচ্চ ক্ষমতাসম্পন্ন ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (ওঊউ) তৈরিতে ব্যবহারযোগ্য বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। দেশে স্থিতিশীল পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকা-ে ব্যবহারের জন্য এসব বিস্ফোরক জাতীয় দ্রব্য সীমান্ত পথে চোরাচালানের মাধ্যমে আনা হয়েছে বলেও ধারনা করা হচ্ছে। সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি, অভিযান বৃদ্ধি এবং সতর্ক অবস্থান বজায় রাখার ফলেই এই চোরাচালান ঠেকানো সম্ভব হয়েছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র ও বিস্ফোরকসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার করা বিস্ফোরক দ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সম্প্রতি

আরও খবর