রবিবার, জানুয়ারি ১১, ২০২৬
হোমখবরসারাদেশযমুনা নদীতে আটকে পড়েছে নৌকা, নোঙ্গর করে যাত্রীদের অবস্থান

যমুনা নদীতে আটকে পড়েছে নৌকা, নোঙ্গর করে যাত্রীদের অবস্থান

প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)

সম্পর্কিত সংবাদ

জামালপুরের মাদারগঞ্জ টু বগুড়ার সারিয়াকান্দী নদীপথে যাওয়ার সময় যমুনা নদীতে পানি কমে যাওয়া ও চর জেগে ওঠায় হঠাৎই আকস্মিক ভাবে নৌকা আটকে পড়ে। গতকাল শুক্রবার রাতে নৌকা চলাচলের সময়

যমুনা নদীতে পানি কমে যাওয়া ও চর জেগে ওঠায় হঠাৎই আকস্মিক ভাবে নৌকা আটকে পড়ে।

এসময়ে আতংকিত হয়ে পড়ে সব যাত্রী। কোন উপায় না পেয়ে আটকে পড়া নৌকা নোঙ্গর করে সেখানেই অবস্থান করছেন যাত্রীরা। নৌকার সকল যাত্রী এখন পর্যন্ত নিরাপদ রয়েছেন। নৌকাটি বর্তমানে যমুনা নদীর মাঝখানে নোঙর করে অবস্থান করছে। তবে রাতে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান পরিচালনার সুযোগ না থাকায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ যাত্রীদের আশ্বাস দিয়েছে যথা সময়ে তাদের উদ্ধার করা হবে। এ বিষয়ে দি ডেইলি ফ্রন্ট নিউজ কে এক যাত্রী মুঠো ফোনে কেঁদে কেঁদে একথা বলেন, ভাই আমাদের উদ্ধার করেন

সারিয়াকান্দি ঘাট থেকে মাদারগঞ্জ জামথল ঘাটে বরযাত্রী বাহী নৌকা বিপদে নৌকায় মহিলা শিশু ও বয়স্ক সহ প্রায় অর্ধ শত যাত্রী রয়েছে।

মূলত প্রবলেম হচ্ছে বর যাত্রী ৬টার পরে বের হয়েছে নৌকা ছাড়ার ১ ঘন্টা আসার পরে তারা ঘন কোয়াসার কারনে পথ হারিয়ে ফেলে, নৌকার মাঝি পথ চিনতে না পারায় অনেকক্ষণ যমুনায় ঘুরতে থাকে কোন কোল কিনারা না পেয়ে সাহায্যের জন্য অনেকের সাথে যোগাযোগ করে, পরে ৯৯৯ থানা ও ফায়ার সার্ভিসের সাহায্য চাইলেও তারা অপারগতা প্রকাশ করে, এখন তারা নিরুপায় হয়ে নদীর মাঝখানেই নোঙর করে বসে আছে।

এবিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দি ডেইলি ফ্রন্ট নিউজ কে জানান, এলাকাটি সারিয়াকান্দি থানার মধ্যে। বিষয়টি নিয়ে সরিয়াকান্দি থানা ও যমুনার তীরবর্তী স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করা হয়েছে। ঘন কুয়াশার কারনে নৌকার কাছাকাছি পৌছা যাচ্ছে না। নৌ-পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে।

সম্প্রতি

আরও খবর