শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
হোমখবরসারাদেশঅগ্নিবীণা এক্সপ্রেস লাইনচ্যুত

অগ্নিবীণা এক্সপ্রেস লাইনচ্যুত

সংবাদ অনলাইন রিপোর্ট

সম্পর্কিত সংবাদ

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় রেললাইনের পাত সরিয়ে ফেলার কারণে ঢাকাগামী ‘অগ্নিবীণা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিনসহ দুইটি বগি লাইনচ্যুত হয়েছে।

দুর্ঘটনাটি সোমবার ভোর সোয়া পাঁচটার দিকে গফরগাঁও রেলস্টেশনে ঢোকার প্রায় এক কিলোমিটার আগে জন্মেজয় এলাকায় ঘটে। গফরগাঁও রেলওয়ে স্টেশন মাস্টার মো. হানিফ এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর তথ্যমতে, এলাকার কিছু দুর্বৃত্ত প্রায় ২০ ফুট রেললাইনের পাত সরিয়ে ফেলার ফলে তারাকান্দি থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করা ট্রেনটি লাইনচ্যুত হয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর এখনও পাওয়া যায়নি।

রেলওয়ে নিরাপত্তা (আরএনবি) ময়মনসিংহের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, তারা ঘটনাস্থলেই রয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছেন।

উল্লেখ্য, গত শনিবার ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে বিএনপির দলীয় মনোনয়নপ্রাপ্ত আক্তারুজ্জামান বাচ্চুর বিরুদ্ধে মনোনয়ন বঞ্চিত নেতা-কর্মীদের আন্দোলনের অংশ হিসাবে এর আগে থেকেই রেললাইন অবরোধ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছিল।

সম্প্রতি

আরও খবর