ঝিনাইদহের মহেশপুর উপজেলার পীরগাছা গ্রামের গৃহবধূ শিল্পী খাতুন (২৫) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।
গতকাল রোববার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার কোলাবাজার এলাকায় স্বামী আলামিন হোসেনের সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে অসাবধানতাবশত তার পরিহিত ওড়না মোটরসাইকেলের চাকার সঙ্গে পেঁচিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশে খবর দেন। পরে কালীগঞ্জ থানা-পুলিশ মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ দুর্ঘটনায় নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া, এলাকাজুড়ে চলছে শোকের মাতম। স্থানীয়রা মোটরসাইকেলে চলাচলের সময় ওড়না ও ঢিলেঢালা পোশাক ব্যবহারে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।



