শনিবার, জানুয়ারি ১০, ২০২৬
হোমখবরসারাদেশদুমকিতে নারীকে আহতের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

দুমকিতে নারীকে আহতের ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার

প্রতিনিধি,দুমকি (পটুয়াখালী)

সম্পর্কিত সংবাদ

পটুয়াখালীর দুমকিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নারীকে কুপিয়ে আহত করার ঘটনায় এজাহার ভুক্ত প্রধান আসামি সৈয়দ ইমনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার চরগরবদি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সে চরগরবদি গ্রামের সৈয়দ আব্দুল খালেকের ছেলে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে একই এলাকার শাহিন আলম ফোরকান ও সৈয়দ ইমন গংদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এবছরের ২১ নভেম্বর সকালে ইমন তাদের দলবলসহ ফোরকানের জমিতে ধান কাটতে গেলে ফোরকান ও তাদের পরিবার বাঁধা দিতে গেলে ফোরকানের ভাইয়ের স্ত্রী সুরাইয়াকে (৩৫) কুপিয়ে আহত করে ইমন গ্রুপ। এ বিষয়ে ২২ নভেম্বর ফোরকান বাদী হয়ে দুমকি থানায় ১২ জন ও অজ্ঞাত ৭-৮ জনকে বিবাদী করে মামলা দায়ের করেন। মামলার বাদী শাহিন আলম ফোরকান বলেন, আমরা ক্রয়সূত্রে জমির মালিক। আমাদের জমিতে রোপন করা আধাপাকা ধান কেটে নিচ্ছিলো বিবাদীরা। বাঁধা দিতে গেলে আমি ও আমার ভাইকে পিটিয়ে ও আমার ভাইয়ের স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করে আসামিরা। প্রধান আসামি ইমন মুরাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সদস্য। সে গ্রেপ্তার হয়েছে, আশাকরি ন্যায় বিচার পাবো।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দীন বলেন, গ্রেপ্তারকৃত আসামি ইমনকে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।

সম্প্রতি

আরও খবর