শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬
হোমখবরসারাদেশনবীগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের বিশেষ অভিযান

নবীগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের বিশেষ অভিযান

প্রতিনিধি নবীগঞ্জ, (হবিগঞ্জ)

সম্পর্কিত সংবাদ

নবীগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট নিরসন এবং পথচারীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্তকরণ ও অবৈধ যানবাহন উচ্ছেদে দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার নবীগঞ্জ বাজারসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাতে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও নবীগঞ্জ থানা পুলিশের দুটি টিম সহযোগিতা করে। অভিযানে নেতৃত্ব দেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেমসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পাশাপাশি শহর উন্নয়ন কমিটির সদস্যরাও অভিযানে অংশ নেন।

অভিযান চলাকালে নবীগঞ্জ বাজারের বিভিন্ন স্থানে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে সড়ক ও ফুটপাতে অবৈধভাবে পার্কিং করা যানবাহনের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে বাজার এলাকায় যান চলাচল স্বাভাবিক হয় এবং পথচারীদের চলাচলে স্বস্তি ফিরে আসে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, নবীগঞ্জকে একটি পরিচ্ছন্ন, পরিকল্পিত ও জনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে উপজেলা প্রশাসন দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে। ফুটপাত দখলমুক্ত রাখা শুধু প্রশাসনের একক দায়িত্ব নয়; এটি সমাজের সকল শ্রেণি- পেশার মানুষের সম্মিলিত দায়িত্ব। আইন মেনে চললে শহরের সৌন্দর্য যেমন রক্ষা পাবে, তেমনি জনদুর্ভোগও উল্লেখযোগ্যভাবে কমবে।

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ভবিষ্যতে কেউ পুনরায় ফুটপাত দখল কিংবা অবৈধভাবে সড়ক ও ফুটপাতে যানবাহন রাখলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা। তারা নবীগঞ্জ শহরের শৃঙ্খলা ও স্বাভাবিক যান চলাচল বজায় রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনার দাবি জানান।

সম্প্রতি

আরও খবর